একবার না হয় ভুলেই গেলে আমায় আরেকবার নতুন করে চিনে নেওয়ার জন্য! জন্মান্তরের সীমানা পেরিয়ে সাক্ষ্য প্রমাণ যোগাড় করে আনার জন্য যে এর আগে কতবার তোমার দুচোখ ডুব দিয়েছে আমার চোখের গভীরতায়। তোমার উষ্ণ ওষ্ঠ যুগল আশ্রয় খুঁজে নিয়েছে আমার ঠোঁটের ফাঁকে! চুম্বনের ধারা স্রোতে তোমার কতবার স্নান করেছি আমি! কতবার সাড়া দিয়েছো, নাড়া দিয়েছো আমার হৃদ স্পন্দনের ডাকে!

